স্টাফ রিপোর্টারঃ ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুইযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
তিনি জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আরো একজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সাথে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো দিতে পারেনি পুলিশ।