স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসীল বাতিল এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে
বিনাভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত ১২ এবং ১৩ ডিসেম্বর ৩৬ ঘন্টার অবরোধ সমর্থনে রবিবার সন্ধায় নথুল্লাবাদ এলাকায় কাশীপুর বাজার থেকে শুরু করে সুরভী পেট্রোল পাম্প পর্যন্ত বরিশাল ঢাকা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বরিশাল মহানগর যুবদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয় ।
প্রহসনমূলক নির্বাচন বাতিল সহ আন্দোলন সংগ্রামের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ , বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দ , কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব ,
যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন , সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নামে দায়েরকৃত গায়েবী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজস্ব প্রতিবেদক কে নিশ্চিত করেন মিছিলে আগত নেতৃবৃন্দ ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে লুটেরা সরকারের বিরুদ্ধে আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে অত্যাচারী মাফিয়া সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে শামিল থাকার আহবান জানানো হয়।