বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দুপক্ষের সংঘর্ষে কৃষক লীগ নেতা সিরাজ সিকদার (৫৮) নিহত হয়েছেন।
সিরাজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের অনুসারী বলে দাবি করা হয়।
ঘটনার সময় জনসভায় শাম্মীর পক্ষে শ্লোগান দিচ্ছিলেন সিরাজ। এ সময় পঙ্কজ নাথের অনুসারীরা জনসভা মাঠে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
হাতাহাতির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঙ্কজ নাথের অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ শাম্মীর অনুসারীদের।
পঙ্কজ নাথের দাবি, তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে।