More

    মেস থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ভাড়া মেসের নিজ কক্ষে মিলেছে বৃষ্টি সরকার (২২) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। বুধবার রাতে সহপাঠীরা দেখতে পায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে বৃষ্টি।

    এ সময় তারা কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    নিহত বৃষ্টি সাতক্ষীরার বাসিন্দা মধুসুদন সরকারের মেয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠ তলার মেসে থাকতেন তিনি।

    বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে গেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...