More

    বরিশালে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিএনপির কালো পতাকা মিছিল, আটক ৩

    অবশ্যই পরুন

    বরিশালে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিএনপির কালো পতাকা মিছিলে আটক, বর্তমান সরকারের সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবিতে পুলিশ প্রশাসনের নজরদারী ফাঁকি দিয়ে বরিশাল মহানগর বিএনপিসহ দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কালো পতাকা মিছিল।

    মঙ্গলবার দুপুরে নগরীর বিএম কলেজ এলাকা থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দদের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেওয়ার জন্য আগুরপুর রোডস্থ প্রেসক্লাবে আসার পূর্বে পুলিশ অভিযানের জন্য মহানগর বিএনপি নেতৃবৃন্দ সময় ও স্থান পরিবর্তন করেছে।

    মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক মুঠোফোনে বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদের দলীয় কার্যালয় ঘেড়াও করে রেখে আমাদের অফিসের ধারে কাছে ভিড়তে দেয়নি। কিন্তু আমরা একাধিক অবস্থানে অতিরিক্ত পুলিশ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মিছিল সম্পন্ন করেছি।’

    অবস্থান নিতে গিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার হওয়া তিনজনের বিষয়ে পুলিশ জানিয়েছে, তাদেরকে পুরানো মামলা থাকার কারণে আটক করা হয়েছে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, ‘নগরীতে ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে পুলিশ সারা শহরে তৎপর রয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...