বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামি আরেক আসামিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আসামি। রোববার ভোরে এ ঘটনায় হতাহতরা সবাই বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দি বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান।
নিহত ৬০ বছর বয়সী মো. মোতাহার বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজউদ্দিনের ছেলে। বরগুনার একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মোতাহারের মৃত্যু হয় বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান।