More

    বরিশালে দুর্গাসাগর দিঘিতে গোসলে গিয়ে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে গোসলে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    মৃত ওই ছাত্রের নাম মন্দিপ মন্ডল। বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড অক্সফোর্ড মিশন রোডে ঘোষ বাড়ির বাসিন্দা। মন্দিপ বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মন্দিপের মা চম্পা মন্ডল বলেন, দুর্গাসাগর দিঘিতে দুই ছেলেসহ স্বামী সাগর মন্ডল গোসল করতে যায়। গোসল শেষে মন্দিপকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। মাইকিং করে না পেয়ে ডুবুরি ঘাট থেকে কিছুদূর থেকে ছেলেকে উদ্ধার করেছে। সে সাঁতার জানত না।

    কীভাবে ডুবে গেছে কেউ দেখেনিও। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন বলেন, মন্দিপকে না পেয়ে মাইকিং করার সঙ্গে সঙ্গে দিঘিতে তাদের ডুবুরিরা তল্লাশি করে। অজ্ঞান অবস্থায় মন্দিপকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, দুর্গা সাগর দিঘিতে ডুবে যাওয়া এক তরুণকে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

    প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মন্দিপের পরিবার ময়নাতদন্ত করবে না বলে জানিয়েছে স্বজন অরুন কর্মকার। তিনি বলেন, বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে।

    এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদ আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার যদি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এলে বিনা ময়নাতদন্তে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...