More

    বরিশালে স্কুল পালাতে গিয়ে গেটের রডে আটকে গেল হাত, উদ্ধারে ফায়ার সার্ভিস

    অবশ্যই পরুন

    ক্লাস ফাঁকি দিয়ে গেট পালানোর সময় লোহার রডে হাত আটকে যায় বরিশাল জিলা স্কুলের ছাত্র তানভীরুল ইসলামের (১১)। তার সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আটকে পড়া হাত
    ছাড়াতে পারছিলেন না। গেটের রড শিক্ষার্থীর হাতে ঢুকে তখন রক্তও ঝরছিল।

    পরে নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে ফোন করে স্কুল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল জিলা স্কুলের গেটে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে যায়।। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, বরিশাল জিলা স্কুল থেকে পালাতে গিয়ে ওয়ালের গেটে একজন ছাত্রের হাত আটকে যায়। এ সময় রড ওই শিক্ষার্থীর হাতে ঢুকে যায়।

    পরে স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া

    এম এইচ কামাল আকিরগঞ্জ বরিশাল প্রতিনিধি : টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম নামে এক নারী...