More

    বরিশালে গণধর্ষণ, প্রধান আসামি সাকিব গাজীপুরে গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে তরুণীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার প্রধান আসামি মো. সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের লক্ষ্মীপুরা বাজার এলাকায় র‍্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    শুক্রবার এলিট ফোর্সের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার সাকিব বরিশাল নগরীর সাগরদি এলাকার শুকুর ভূঁইয়ার ছেলে। এলিট ফোর্স জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দুপুরে তরুণীকে (২১) আসামি সাকিব এবং রিয়াজ শিকদারসহ (২৮) কয়েকজনে মিলে ধর্ষণ করে।

    এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তরুণী নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলে অভিযুক্তরা কৌশলে বরিশাল থেকে পালিয়ে যায়। নিহত তরুণীর মা বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। সেই মামলার প্রেক্ষাপটে সাকিবকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া

    এম এইচ কামাল আকিরগঞ্জ বরিশাল প্রতিনিধি : টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম নামে এক নারী...