More

    বরিশালে পুলিশকে কুপিয়ে পালানোর চেষ্টার চোরের, হয়নি শেষ রক্ষা

    অবশ্যই পরুন

    বরিশালে চুরি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে জখম হয়েছেন এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। ঘটনাটি শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল রোড অমৃত লাল কলেজের পশ্চিম পাশের গলিতে ঘটে।

    হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার আওতাধীন বগুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, গত ১৭ এপ্রিল নগরের নতুন বাজারের নিখিল চন্দ্র দাসের ছেলে সুশান্ত দাসের একটি বাইসাইকেল চুরি হয়।

    সেই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন সুশান্ত। মামলার তদন্ত করতে গিয়ে সিসি টিভির ফুটেজে চোরকে সনাক্ত করে গ্রেফতার করতে যাই। সেসময় চোর পালিয়ে যাওয়ার জন্য তার কাছে থাকা কেঁচি দিয়ে কুপিয়ে জখম করে। তবে কুপিয়ে শেষ রক্ষা পায়নি সেই চোর।

    আঘাতপ্রাপ্ত হয়েও তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই চোর হলেন হাসপাতাল রোড গুপ্ত কর্নার মোড়ের কবির হোসেনের ছেলে আরিফুল ইসলাম নিপু(২৪)। নিপু পেশাদার চোর বলেও জানান পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া

    এম এইচ কামাল আকিরগঞ্জ বরিশাল প্রতিনিধি : টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম নামে এক নারী...