বরিশালের ২৭ নং ওয়ার্ড ইন্দো কাঠি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ খোকন হাওলাদার (৬০)ও তার স্ত্রী নাজমা বেগম এবং মেয়ে ছনিয়া আক্তার (১৯)কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
রবিবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। একই পরিবারের তিন সদস্যকে মারধরের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।