পথচারীদের স্বস্তির জন্য সোমবার (২৯এপ্রিল) দুপুরে বরিশাল শহরের প্রাণকেন্দ্র সরকারি ব্রজমোহন কলেজ সংলগ্ন শংকর মাঠের সামনে নতুল্লাবাদ – সদররোড সড়ক এলাকায়।
নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। কলেজ পড়ুয়া শিক্ষার্থী তিথি, সনিয়া সিকদার, ইশা শাহ , রবিউল ইসলাম , মিলন, গোপাল, নিলয় ,সাগর ,সুব্রত সহ ৭/৮ জন বন্ধুদের উদ্যোগে শরবত বিতরণ করা হয়। বরফ, ট্যাং, লেবু ও চিনি মিশ্রিত শরবত পেয়ে খুশি ভ্যানচালক, অটোচালক, রিকশাচালক ও পথচারীরা এবং সাধারণ তৃষ্ণার্ত মানুষেরা
রিক্সাচালক শাহ আলম বলেন, শংকর মঠের সামনে সড়ক আমাকে ডেকে শরবত খাওয়ালো কয়েকজন শিক্ষার্থী। ঠান্ডা এ শরবত খেয়ে খুব স্বস্তি হচ্ছে। ভ্যানচালক হোসেন বলেন, সারাদিন ভ্যান চালিয়ে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, শংকর মাঠ এলাকাতে আসতেই কয়েকজন ছেলে মেয়ে ঠান্ডা শরবত খাওয়ালো। প্রাণটা একদম জুড়িয়ে গেছে।
সনিয়া সিকদার বলেন, বরিশাল নগরীতে তীব্র তাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় গরমে তৃষ্ণা মেটাতে রিকশাচালক,দিনমজুর ও পথচারীরা ভিড় করেন।