More

    বরিশালে বাস শ্রমিকদের হামলার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ

    অবশ্যই পরুন

    বরিশালে বহিরাগতের হামলায় দুই বাস শ্রমিক আহত হওয়ার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করেছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা।

    শ্রমিকরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের একটি বাস এক মোটরসাইকেল চালককে সাইড নিতে হর্ন দিলে মোটরসাইকেল চালক ও তার লোকজন বাস চালককে মারধর করে। তাকে বাঁচাতে অন্য শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

    আহতরা হলেন বাসচালক শাকিল ও শ্রমিক সৌরভ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা। তারা দফায় দফায় বিক্ষোভ করে এবং হামলাকারীদের আটক করে তাদের মারধরের চেষ্টা চালায়।

    একপর্যায়ে টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে তারা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

    বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় রতন দাস (৬০) নামের এক বৃদ্ধ পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন...