More

    ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: ইসি

    অবশ্যই পরুন

    উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ১৫ থেকে ২০শতাংশ ভোট পড়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। আজ বেলা একটার দিকে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান

    । ইসি সচিব বলেন, সকাল আটটা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত একেক অঞ্চলে ভোট পড়ার হার একেক রকম। কত শতাংশ ভোট পড়েছে, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

    তবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলা যায়, দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। পরে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। মো. জাহাংগীর আলম আরও বলেন, কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা নিয়েছেন। খাগড়াছড়িতে একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

    বগুড়ায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে অনিয়মে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল থেকে আকাশ মেঘলা। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কিছু চর এলাকায় ঝড়বৃষ্টির কারণে গত রাত থেকে বিদ্যুৎ নেই।

    এসব কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। তবে এটি দুপুর ১২টা পর্যন্ত তথ্য। সাধারণত দেখা যায়, বেলা দুইটার পর ভোট পড়ার হার বাড়ে। কাজ থেকে ফিরে এ সময় অনেকেই ভোট দিতে আসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...