More

    তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বরিশালে ৪ শিক্ষার্থীকে মারধর

    অবশ্যই পরুন

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে। হামলায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রোববার (১২ মে) রাতে বরিশাল শহরের বাংলাবাজারের খালেদাবাদ কলোনীতে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় কয়েকজন যুবক এ হামলা করেন বলে জানান ভুক্তভোগী। আহত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব মুন্সী, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার কবির সান, একই ব্যাচের শিক্ষার্থী জোবায়ের এবং সালেমীর হোসেন।

    জানা গেছে, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়ের রহমান পড়াতে যান বাংলাবাজারে। পরে টিউশনি থেকে এসে ওই এলাকায় চা-সিগারেট খেতে যায় জোবায়ের। স্থানীয়রা জিজ্ঞাসা করে সেখানে এভাবে তিনি কেন সিগারেট খাচ্ছেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় যুবকেরা। পরে মারধরের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের।জোবায়ের বন্ধুদের খবর দিলে তাদেরকেও আটকিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

    প্রত্যক্ষদর্শীর একটি সূত্রমতে, টিউশনি করানো শেষে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিলেন জোবায়ের। একপর্যায়ে তাদের মধ্যে কি একটা ঝামেলা চলছিলো। পরে ওই শিক্ষার্থীর ১০-১৫ জনের বন্ধুরা আসে। স্থানীয় যুবক ও তাদের মধ্যেও মারামারি হয়। একপর্যায়ে কয়েকজনকে আটকে রেখে বেধরক মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক।

    আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সান বলেন, বন্ধুকে মেরেছে এলাকার বখাটেরা শুনে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা কথা বলতে গেলে আমাদের বেধে রেখে বেধরক পেটানো শুরু করে। পরবর্তীতে আমাদের একজনকে আটকে রেখে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। যা এখনো ওরা সেটি ফেরত দেয়নি। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম সাংবাদিকদের বলেন, আমি শুনেই আহত শিক্ষার্থীদের দেখতে মেডিকেলে ছুটে গিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...