More

    আগৈলঝাড়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পূস্পাঞ্জলী অর্পণ করা হয়েছে।

    পরে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী,

    উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি আব্দুর সত্তার মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত,

    সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...