More

    কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অটো চালকের মৃত্যু

    অবশ্যই পরুন

    অমল মুখার্জি কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ ইমন মৃধা (২৭) নামে অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইমন মৃধা পার্শ্ববতী আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মোঃ মিজান মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। ঘটনাদিন দুপুরে শ্বশুরবাড়ির ঘরে মেলামাইন লাগানোর কাজ চলছিল।

    এ সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছে, আমরা মৃত্যু অবস্থা পেয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...