আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার রাসেল সর্দার মেহেদী, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর কাছ থেকে স্বর্ণপদক গ্রহন করেছেন। গতকাল সোমবার সকালে শেরে বাংলা নগর এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৫ উপলক্ষ্যে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ— ২০২৫ উপলক্ষ্যে মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদার এর ছেলে যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী রাসেল সর্দার মেহেদি মৎস্য খাতে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক—২০২৫ গ্রহণ করেছেন।
পোনা উৎপাদন ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথমস্থান অধিকার করায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস রাসেল সর্দার মেহেদীর হাতে স্বর্ণপদক, অর্থ ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। মৎস্য চাষী রাসেল সরদার মেহেদী ১৭ বছর যাবত দেশীসহ বিভিন্ন মাছের পোনা ও মাছের খাবার উদপাদন করে বাজারজাত করে আসছেন। রাসেল সরদার মেহেদী আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (হাতপাখা) বরিশাল—১ আসনের মনোনীত প্রার্থী। তিনি ২০১৮সালের অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর (হাতপাখা) প্রার্থী ছিলেন।
এ বিষয়ে রাসেল সরদার মেহেদী জানান, এ পুরস্কার আমাকে মৎস্য চাষে আরো অনুপ্রাণিত করবে, ভবিষ্যতে আরো বেশী করে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশীয় মাছ বৃদ্ধিতে মৎস্য খাতে সরকারকে সহযোগীতা করবো।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, রাসেল সর্দার মেহেদী একজন আদর্শ মৎস্য খামারি, তার উদপাদনকারী মাছের পোনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র সরবরাহ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, রাসেল সরদার মেহেদী সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুন সম্পন্ন একজন ব্যক্তি, তিনি সফল মৎস্য চাষী হিসেবে জেলা ও বিভাগেও পুরস্কৃত হয়েছিলেন,
আমার জানা মতে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনিই বরিশাল জেলায় পোনা উৎপাদন ক্যাটাগরিতে ২০২৫ সালে প্রথম স্বর্ণপদক গ্রহণকারী।