More

    বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজু কেন্দ্রীয় যুবলীগ নেতা মতিউর রহমান বাদশার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

    বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন, এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাজুকে গ্রেপ্তার করা হয়।

    এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় পিতার বসত ঘর পুড়ে ফেলার অভিযোগ পুত্রের  বিরুদ্ধে

    পিরোজপুরের মঠবাড়িয়া কৃষিবিদ  অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার (এটিও) নুরুল হক মোল্লার বসতঘর নিজ হাতে আগুন দিয়া পুড়ে ফেলার অভিযোগ...