More

    বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯/৮/২০২৫ বিকাল ৫ টায় দাড়িয়াল ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার আয়োজনে কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে মাওলানা দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, বাকেরগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক। উপস্থিত ছিলেন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মাহাবুব আলম। এছাড়াও দাড়িয়াল ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ নেতা, কর্মী সমাবেশে অংশ নেন।

    প্রধান অতিথি মাহামুদুন্নবী তালুকদার তার বক্তব্য বলেন, জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। তিনি বলেন, আগামীতে ইসলামি দেশ গঠন করতে পারলে দেশে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, দখলবাজি, ঘুষ, দূর্ণীতি থাকবে না। তাই জামায়াতে ইসলামী দলকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    সেজন্য সবাইকে জামায়াতে ইসলামীর ভালো ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন দাড়িয়াল ইউনিয়ন শাখার সেক্রেটারি মাস্টার জহিরুল ইসলাম সিকদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...