More

    বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনসহ ৪ শিশুর

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামে ও উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

    মারা যাওয়া শিশুরা হল- মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের দুই মেয়ে আলিয়া (সাড়ে ৪ বছর) ও আয়শা (সাড়ে ৩ বছর) এবং উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মো. তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে মো. শাফিন (৭) ।

    মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, চরহোগলা গ্রামের পান্না সরদার একজন প্রবাসী। তার স্ত্রী মুন্নি বেগম দুই মেয়ে আলিয়া ও আয়সাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। মঙ্গলবার দুই বোন ঘরের সামনে উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পরে স্ত্রী মুন্নি বেগম দুই মেয়েকে উঠানে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন।

    পরে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান তারা পুকুরের পানিতে ভাসছে। তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে পুকুর থেকে দুই জনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করে।

    কারো অভিযোগ না থাকা মেয়েদের লাশ মা মুন্নি বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

    অপরদিকে উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম শাহীন বলেন, প্রতিবেশি তাওহীদ ও শাফিন খেলা করার সময় সবার অজ্ঞাতে পুকুরের পানিতে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে শাফিন খানের লাশ পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়রা পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে। তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, স্বজনরা দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...