আগৈলঝাড়া প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইন—শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় গতকাল বুধবার সকালে ছয়গ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।
এসময় ছয়গ্রাম বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে সিকদার ষ্টোর মুদি দোকানে ২ হাজার টাকা, কাওসার ড্রাগ হাউজ ১২ হাজার টাকা, সাদিয়া স্টোর ২ হাজার টাকা, মেহেদী মেডিকেল হল ২ হাজার টাকা, মেডিকেল সেন্টারে ৬ হাজার টাকা, আল আমিন মেডিকেল হল ১২ হাজার টাকা ও হাওলাদার স্টোরে ২ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আগৈলঝাড়া থানার পুলিশসহ আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।