More

    মৎস্য পোনা উৎপাদনে স্বর্ণপদক পাওয়ায় রাসেল সরদার মেহেদীকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ মৎস্য পোনা উৎদপানে স্বর্নপদক পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বরিশাল—১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে বরিশাল আগৈলঝাড়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    গতকাল বুধবার দিনব্যাপী গৌরনদী—আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা শেষে আস্কর—বারপাইকা নুরানী হাফেজী মাদ্রাসা মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকার সমাজসেবক মোহাম্মদ মতুর্জা রহমান মানিক’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, মৎস্য পোনা চাষে স্বর্ণপদক পাওয়া ইসলামী আনোদালন বাংলাদেশ এর বরিশাল—১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদী, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শিক্ষক মাওলানা কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল,

    আগৈলঝাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, সাংবাদিক কেএম আজাদ রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়ার সহ—সভাপতি গোলাম মোহাম্মদ হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাগধা ইউনিয়ন সেক্রেটারি সোয়াইব আকন, রত্নপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব তরিকুল ইসলাম রিপন শাহ ও যুগ্ন—আহবায়ক ফিরোজ শাহসহ প্রমুখ।

    পরে দোয়া—মিলাদ পরিচালনা করেন বাগধা নেছারিয়া সামচুল উলুম মাদ্রাসার খতিব মুফতি মোহাম্মদ মইনুল ইসলাম। উল্লেখ্য, ১৮ আগষ্ট ঢাকা শেরে বাংলা নগর এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৫ উপলক্ষ্যে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য আগৈলঝাড়ার রাসেল সরদার মেহেদীকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্বর্নপদক, অর্থও সনদপত্র তুলে দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...