স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট বাজারের টলঘরে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন ও উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক হালিম মারামাতের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মিলাদ আয়োজন করা হয়।
গৈলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক চৌকিদারের সভাপতিত্বে বক্তব্য রাখনে, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ—সভাপতি শাহীন সেরনিয়াবাত,
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মিঠু মীর, ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সুমন কবিরাজ, সেচ্ছাসেক দল নেতা হাসান হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা সাব্বির মোল্লা, নাহিদ মোল্লা, সরকারি আগৈলঝাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক রাব্বি মোল্লা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মীরসহ অন্যানরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন গুপ্তেরহাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রফিকুল ইসলাম।