স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায়-চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশের ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কৃষি, মৎস্য ও গবাদি পশুর খামার ব্যবসায়ী ও বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির উদ্যোগে এ পরিবেশ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম মঠবাড়িয়া ফায়ার স্টেশন এর সম্মূখ সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী, কর্মসূচির উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর,বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, বিএনপি নেতা কামাল হোসেন মুন্সী,মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুজ্জামান আবীর ও প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সাথে একাত্ম। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণবৈচিত্র্য। তাই বৃক্ষ সম্প্রসারণ পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলবায়ূ পরিবর্তনের প্রভাব থেকে আমার সুরক্ষা সহায়ক ।
২৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচি একটি মহতী উদ্যোগ। আমরা সবাই মিলে পরিবেশ সুরক্ষার এমন উদ্যোগে অংশ নিব। এ বিষয়ে কর্মসূচির উদ্যোক্তা বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে প্রথম দফায় ৫০ হাজার তাল গাছের চারা,আম ,আমড়া ও লেবু গাছের চারা রোপন করা হবে।
এতে মহাসড়কের মাটি ক্ষয়রোধের পাশাপাশি আমাদেও উপকূলের পরিবেশ সুরক্ষা হবে। তিনি আরও বলেন, রোপণকৃত বৃক্ষ সুরক্ষায় মহাসড়ক সংশ্লিষ্ট গ্রামবাসীকে সচেতন করা হবে।