More

    মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে প্রবীণ কৃষক নিহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে আবদুস সোবাহান জমাদ্দার (৭০) নামে এক প্রবীণ কৃষক নিহত হয়েছেন। গত শুক্রবার ওই কৃষক হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত আবদুস সোবাহান উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবিপুর গ্রামের মৃত মোহাব্বত আলী জমাদ্দার ছেলে। সে দুই ছেলের জনক।

    স্থানীয়দের সূত্রে জানাগেছে, মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মুসুল্লিবাড়ির কৃষক আবদুস সোবহান জমাদ্দার ভোগ দখলীয় এক বিঘা কৃষি জমির মালিকানা নিয়ে তার বংশের লোকদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে বিরোধীয় সম্পত্তিতে প্রতিপক্ষরা অনধিকার প্রবেশ করে কৃষিজমিতে কৃষক সোবহান জমাদ্দারের রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে প্রতিপক্ষরা চারা রোপন করে।

    এসময় সোবহান জমাদ্দার তাদেরকে মৌখিক ভাবে বাধা দিতে গেলে প্রতিপক্ষ আল-আমীন ও তার পরিবার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে জখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার আপন ভাইসহ আরও পরিবারের সদস্যরা হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    পরে সোবহান জমাদ্দারের অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে কৃষক আবদুস সোবহানের মৃত্যু ঘটে। এর আগে গত শনিবার নিহত কৃষক সোবাহান জমাদ্দার বাদি হয়ে মঠবাড়িয়া হয়ে জনকে ১১ জনকে আসামী করে একটি হামলার মামলা দায়ের করেছিলেন। নিহত কৃষকের লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

    নিহত আবদুস সোবাহানের বড় ছেলে মামুন জমাদ্দার বলেন. আমার বাবার পৈত্রিক ভোগদখলীয় জমি অন্যভাবে দখলের চেষ্টা করলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িতদের তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচার দাবি করছি । এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. আবদুল হালিম বলেন, জমি নিয়ে বিরোধের পর আহত কৃষক বাদি হয়ে প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে গত শনিবার একটি মামলা দায়ের করেছিলেন। ময়নাতদন্তের পর হামলার ঘটনাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...