স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের টলার মালিক মন্টুর ফরাজী হামলায় এক জেলে নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়ে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত জেলের নাম হেলাল হাওলাদার (৩৫), তিনি তুষখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হারুন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) খারাপ আবহাওয়ার কারণে হেলালসহ সাদ্দাম, ইউনুস ও আসাদুল নামের চার জেলে তাদের ট্রলার ফেলে বাড়িতে চলে আসেন। আবহাওয়া ভালো হলে টলার মালিকরা তাদের ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ফেরার নির্দেশ দেন।
তবে ওই চারজন সন্ধ্যা ট্রলারে ফিরে আসেন। এ সময় পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় ট্রলার নোঙর অবস্থায় থাকাকালে মালিক মন্টু তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন—“দুপুরে আসতে বলার পরও বিকেলে কেন ফিরেছ?”—এই অভিযোগকে কেন্দ্র করেই চার জেলের ওপর অমানবিকভাবে পিটিয়ে হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত তিনজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। নিহত হেলালের মরদেহ কলাপাড়া হাসপাতালে রয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের দাবি, আহত জেলেদের জীবননাশের আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রলার মালিক মন্টু ফরাজী পলাতক রয়েছে। নিহত হেলালের পরিবার হত্যার বিচার ও নিখোঁজদের সন্ধান দাবি করেছেন।
