More

    বৈদ্যুতিক তারের অসতর্কতায় মঠবাড়িয়ায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষিক্ষেতে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার(৭৫)নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিনগত রাত নয়টার দিকে উপজেলার ছোট শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আজ রবিবার নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

    নিহত বৃদ্ধ স্থানীয় ছোট শৌলা গ্রামের মৃত আতাহার আলী হাওলাদার এর ছেলে। থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার ছোট শৌলা গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবেশী কৃষক মো. আব্দুল কুদ্দুস মাতুব্বর এর বাড়ির পাশের কৃষি জমিতে ধানের বীজ রোপণ করে বাড়ি ফিরছিলেন। পথে লাউ,কুমড়ার কৃষিক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার ফেলে রাখে প্রতিবেশী ওই কৃষক । ফেলে রাখা বিদ্যুৎ তারে স্পৃষ্ট হন বৃদ্ধ কৃষক হাবিবুর রহমান।

    সকলের অগোচরে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত বৃদ্ধের ছেলে ছেলে মো. আবু সাঈদ হাওলাদার বলেন, গতকাল শনিবার বিকেলে আমার বাবা জমিতে ধানের চারা রোপন করে আর বাড়ি ফেরেননি। গভীর রাত হওয়ায় পরিবারের সদস্যরা মিলে বাবাকে খুঁজতে বের হই ।

    স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস এর কৃষিক্ষেতে গিয়ে বাবার লাশ পড়ে থাকতে দেখি। অবৈধ সংযোগ দিয়ে ফেলে রাখা বিদ্যুত তাওে স্পৃষ্ট হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা গেছেন। বৃদ্ধ বাবার এমন মৃত্যু মেনে নেওয়ার না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে আজ রবিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...