More

    শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নৌবাহিনীর অধিনায়ক

    অবশ্যই পরুন

    রাঙ্গাবালী প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
    এরই অংশ হিসেবে বানৌজা শের-ই-বাংলা-এর অধিনায়ক কমডোর এম আশরাফুজ্জামান মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর সদর সার্বজনীন কালীবাড়ি মন্দির, কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজামণ্ডপ এবং পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটি, প্রধান পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মাঠপর্যায়ের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সঙ্গে মতবিনিময় করে যৌথ নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। সার্বক্ষণিক টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল।
    নৌবাহিনী জানিয়েছে, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানিক টিম প্রস্তুত রাখা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
    বাংলাদেশ নৌবাহিনী বলেছে, শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে মাছ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

    পটুয়াখালীর গলাচিপায় মাছ চুরির অভিযোগ তুলে দুই শিশুকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য হাসান...