More

    বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে শিক্ষার্থীদের মাঝে বই ও বাইসাইকেল বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদদাতা: বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে শিক্ষার্থীদের মাঝে বই ও বাই সাইকেল বিতরণ করেছে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১১টায় কলেজ চত্বরে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি প্রথম বর্ষের প্রায় দুইশত ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে বাই সাইকেল, বই ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

    গ্রামের আর্থিকভাবে অসচ্ছল ও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ বাড়াতে দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লা।

    এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কলেজ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই, পোষাক ও যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করছি।

    তিনি আরও বলেন, “জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের অধিকার নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।” শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় ব্যতিক্রমী এই মানবিক আয়োজন। শিক্ষাবঞ্চিত সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি — এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খুলছে সেন্টমার্টিন, হতাশা কাটেনি ব্যবসায়ীদের

    কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে। তবে এতে হতাশা কাটেনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তারা বলছেন,...