More

    বাকেরগঞ্জে জাকের পার্টির বর্নাঢ্য র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি : শান্তি ও স্থিতিশীলতার আহবানে বাকেরগঞ্জে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

    ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ ( চার) টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ হারুন আল কবির জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল, এবং বরিশাল জেলা ও মহানগর সভাপতি ও স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান,

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পার্টির বরিশাল বিভাগীয় ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ আবু সালেহ দুলাল, জাকের পার্টি বরিশাল জেলা প্রচার সম্পাদক ইব্রাহিম মৃধা, যুগ্ম প্রচার সম্পাদক এইচ এম সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ আবুল খায়ের, বরিশাল জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী লিপি বেগম, জেলা ছাত্র ফন্টের সভাপতি মোঃ মিলন হোসেন।

    অনুষ্ঠানে ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশকে শান্তি ও অগ্রগতির দিকে ফিরিয়ে দিতে পারে।

    তিনি বলেন, ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয়, দীর্ঘ ৩৬ বছর অতিক্রম করেছে এ দলটি, এটি বাংলাদেশের একটি সুফি রাজনৈতিক দল। জাকের পার্টি সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিশ্বাস করে না। ঈমান ও আকিদা নিয়ে ইনসাফের সহিত জাকের পার্টি পথ চলে। আপনারা সবাই এগিয়ে আসুন জাকের পার্টির শীতল ছায়াতলে।

    এ পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত নেতাকর্মীদের মাঝে কোন ক্ষমতার ও অর্থের লোভ নেই, জাকের পার্টি একটি নিরিবিলি ঠান্ডা মাধ্যমের রাজনৈতিক দল, এ দলে নেই কোন হানাহানি, সন্ত্রাস ও উশৃঙ্খলতা।

    তিনি বলেন অনেক রাজনৈতিক দলের নেতারা নিজেদের ক্ষমতার লোভ ও স্বার্থের জন্য রাজনীতি করে দেশকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে ফিরিয়ে নিতে সবাইকে জাকের পার্টির পতাকা তলে এসে আগামী সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...