স্টাফ রিপোর্টার, পিরোজপুর মঠবাড়ীয়া ৩ নভেম্বর ২০২৫ গণধিকার পরিষদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল মৃধা এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ জহুরুল ইসলাম রুম্মান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রিয়াজউদ্দিন ও শাহিন তালুকদার সহ আরো সাত জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সফিকুল ইসলাম সহ আরো ছয় জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলামিন সাইফি। মোট ৪১ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণারও পরিকল্পনা রয়েছে।
স্থানীয় পর্যায়ে সংগঠনের কর্মীরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, গণধিকার পরিষদ মঠবাড়িয়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
