More

    বরিশালে হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির চিকিৎসা

    অবশ্যই পরুন

    বরিশালে প্রথমবারের মতো হাঁটু না কেটে (আর্থোস্কোপিক পদ্ধতিতে) লিগামেন্ট ইনজুরির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে আধুনিক আর্থোস্কোপিক মেশিনের সাহায্যে এই অপারেশন করেন অর্থোপেডিকস ও আর্থোপ্লাস্টিক সার্জন ডা. রিয়াজ মৃধা।

    তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার। ফুটবল খেলতে গিয়ে বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া রোগী অলি প্যাদা’র উপর এই অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর রোগী বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. রিয়াজ। তিনি বলেন, বরিশালে তিনিসহ দু’জন চিকিৎসক আর্থোস্কোপিক মেশিনে হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির অপারেশন করায় প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু মেশিন না থাকায় এতদিন এই চিকিৎসা সম্ভব হয়নি।

    এখন এই সুবিধা চালু করতে পেরেছি। ডা. রিয়াজ আরও জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি আর্থোস্কোপিক মেশিন থাকলেও তা দীর্ঘদিন ধরে অচল। হাসপাতালের পরিচালক নতুন মেশিন আনার আশ্বাস দিয়েছেন। ঢাকায় এ ধরনের অস্ত্রোপচারে যেখানে ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সেখানে বরিশালে এই পদ্ধতিতে সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যেই চিকিৎসা সম্ভব হবে বলে তিনি জানান।

    ডা. রিয়াজ আশা প্রকাশ করেন, সরকার যদি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি নতুন আর্থোস্কোপিক মেশিন সরবরাহ করে, তাহলে এই অঞ্চলের রোগীরা ঢাকায় না গিয়েই উন্নত চিকিৎসা নিতে পারবেন। এতে বিশেষ করে দরিদ্র রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বরিশালসহ দক্ষিণাঞ্চলের অর্থোপেডিক চিকিৎসা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে সহস্রাধিক

    গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত...