আসন্ন সংসদ নির্বাচনে গতকাল সোমবার এ্যাডভোকেট জয়নুল আবেদিন, জহির উদ্দীন স্বপন সহ আরো ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারি রিটানিং অফিসার লুসিকান্ত হাজ।
সোমবার যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন : বরিশাল-১ আসন থেকে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: রাসেল সরদার, নাগরিক ঐক্য পরিষদের মো: স্বপন সরদার, বরিশাল-২ আসন থেকে ইসলামী আন্দোলনের মো: নেছার উদ্দিন।
বরিশাল-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বরিশাল-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান,বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর আগে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১০জন প্রার্থী।
