More

    পিরোজপুরে ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় ডোবা থেকে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছ পুলিশ।

    শনিবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামের শাহজাহান মেম্বরের বাড়ি পাশের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস।

    নিহত ইব্রাহীম হাওলাদার (৩০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জনান, শুক্রবার রাত ৮টার দিকে ইব্রাহীম বাজার থেকে বাড়ি যান। স্থানীয়রা শনিবার তার মৃতদেহ ভাসতে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে।

    ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, মৃতদেহের শরীরে কোনো ‘জখমের চিহ্ন নেই’।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে লাশ ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেন তিনি।

    এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...