More

    রাজাপুরে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী মিলনা আক্তার, পারভিন আক্তার জেবু এ অভিযোগ করেন। মিনাল আক্তার ঐ এলাকার মোঃ এনজেত আলী খানের স্ত্রী।

    শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিম রাজাপুর শেনেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। মিলনা আক্তার জানায়, ১৯৬২ সালে তাঁর দাদা মৃত কাছেম আলী ফলিফা জমি ক্রয় করে ঘর বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। কিন্তু ২০১৯ সাল থেকে বারেক ও আশ্রাব আলী খলিফা বিভিন্ন অজুহাতে তাঁদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

    এনিয়ে একাধিক বার একাধিক শালিস গন মিমাংসা করেন। প্রতিবার মিলনা আক্তাররা তাদের পক্ষে রায় পেলেও তাঁদের প্রতিপক্ষরা মানছে না। তাই হঠাৎ করে রবিবার ভোররাতে আব্দুল বারেক খলিফা, আশ্রাব আলী খলিফা, রাজ্জাক খলিফা, বাদশা খলিফা, শফিক খলিফাসহ ১৫/২০ জন লোক নিয়ে রাতের আঁধারে তাঁদের জমি জোড় পূর্বক দখল করে ঘর উত্তোলন করে। বাধা দিতে গেলে প্রতিপক্ষরা খুন জখমের হুমকি দেয়।

    অভিযুক্ত আব্দুল বারেক খলিফা জানায়, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে একাধিক বার শালিস বৈঠকে বসা হলেও কোন সমাধান না পেয়ে ঘর উত্তোলন করেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে বন্টন মামলা চলমান রয়েছে।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার...