More

    বরিশাল বাটাজোরে সড়ক দুর্ঘটনা, নি*হ*ত -২

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
    সোমবার (২৪ জুন ) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচ খোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ভ্যান চালক আয়নাল প্যাদা (৫৮) ও মাছ বিক্রেতা বরুণ দাস (৬০)। নিহত আয়নাল প্যাদার বাড়ি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর গ্রামে এবং বরুণ দাসের বাড়ি গৌরনদী উপজেলার সরিকল ইউপির সাকোকাঠী গ্রামে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি আগরপুর থেকে মাছ আনতে মাহিলাড়া বাজারে যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বাটাজোর ইউপির বাইচ খোলা নামক স্থানে অতিক্রমকালে একটি ট্রাক বরিশাল অভিমুখে যাওয়ার সময় ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালক ও মাছ আনতে যাওয়া যাত্রী মৃত্যু বরণ করেন। ট্রাক আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খুলছে সেন্টমার্টিন, হতাশা কাটেনি ব্যবসায়ীদের

    কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে। তবে এতে হতাশা কাটেনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তারা বলছেন,...