বরিশালের ভোলায় কর্মরত নৌ পুলিশের এএসআই মোক্তার উদ্দিন চৌধু্রী (৪৫) নিজ পিস্তলে গুলিবিদ্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ জুন) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন।
পুলিশ সুপার দেশ টিভিকে বলেন, বিকেলে দায়িত্ব পালনের যাওয়ার আগে নিয়ম অনুযায়ী পিস্তল নিচ্ছিল মোক্তার। তখন অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলি বের হয়ে যায়।
পিস্তলে সেফটি লক দেওয়া ছিল কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তা বলা যাবে।
জানা গেছে সম্প্রতি দায়িত্ব পালনের জন্য এএসআই মোক্তারকে হাতিয়া পাঠানোর সিদ্ধান্ত হয়। হাতিয়া যাওয়ার বিষয়ে মোক্তারের মধ্যে কোনো ক্ষোভ ছিলনা বলে জানান পুলিশ সুপার।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) রেজওয়ানুর আলম দেশ টিভিকে বলেন, গুলিটি পেটের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। রোগী সজ্ঞানে আছেন। তার অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত নয়।