More

    এইচএসসি: প্রথমদিনে বাংলা পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৭২৭

    অবশ্যই পরুন

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে ৭২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের আওতাধীন বরিশাল ও পটুয়াখালী জেলায় ১ জন করে দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

    বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ১০৫ জন, বরগুনায় ৮৭ জন, পটুয়াখালীতে ১৬৪ জন, পিরোজপুরে ৮৪ জন, ঝালকাঠিতে ৫০ ও বরিশালে ২৩৭ জন। এরফলে, রোববার (৩০ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট ৬১ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

    বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩৭ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পরিবেশ দেখতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুছ আলী সিদ্দিকী সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ঝড় বৃষ্টির কারণে কোথায়ও কোনো অসুবিধা হচ্ছে কি-না জেলা প্রশাসকদের মাধ্যমে খোঁজ নিয়েছি।

    সব মিলিয়ে পরীক্ষার শুরুটা ভালোই হয়েছে। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়। এবার ৩৫টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করছে।

    এছাড়া প্রতি জেলায় ২টি বা কোনো জেলায় ৩টি করে মোট ১৮টি টিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...