ঝালকাঠির নলছিটিতে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এসময় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন,জয়কলস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রাইসুল ইসলাম ও জুলফিকার আলি ভুট্টো কলেজের শিক্ষক জাহানারা পারভীন।
এছাড়া বহিষ্কার হওয়া তিনজন হলেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
নলছিটির কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার হলে বই পাওয়ায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দুই শিক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে।
