More

    বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫

    অবশ্যই পরুন

    বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মোহাম্মদ সেলিম (৩৮) মারা গেছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬০০ জন।

    বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ১৯ জন, বামনায় ৩ জন, পাথরঘাটায় ২ জন ও তালতলীতে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯০ জন।

    এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৪ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১২ জন, পাথরঘাটায় ৫ জন এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৬৯১ জন, তালতলীতে ১৩৭ জন, বামনায় ২২৮ জন, বেতাগীতে ৮৭ জন, আমতলীতে ৬৪ জন এবং পাথরঘাটা উপজেলায় ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন।

    অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...